মেসি ও ইয়েমালের দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব

প্রতিনিধিত্বমূলক চিত্র

লিওনেল মেসি বলতেই ফুটবলবিশ্বের কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পরে কোপা আমেরিকাও জিতে নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন লিওনেল মেসি। আর একজন হলেন মাত্র ১৭ বছর বয়সেই জিতেছেন ইউরো। গোটা টুর্নামেন্ট দুরন্ত ফুটবল খেলায় লামিনে ইয়ামালের দক্ষতা দেখতে পাওয়া গিয়েছে। পেয়েছেন সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। দুজনের মধ্যে আছে আরও একটা মিল। দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম।

যদিও মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলা হয়নি। ২০২৩-এ যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন। এবার কি দুজনকে একসঙ্গে দেখার প্রত্যাশা পূরণ হতে চলেছে। ‘গুরু’ মেসির মুখোমুখি হবে ‘শিষ্য’ ইয়ামাল। দুই মহাদেশের দুই সেরা দেশে মুখোমুখি হবে ফিনালিসিমায়।

সম্প্রতি প্যারাগুয়েতে আয়োজিত আলোচনাসভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আসলে ফিনালিসিমা নিয়মিত হবে কি না, সেটা নিয়েও একটা প্রশ্ন ছিল। যদিও উয়েফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ফিনালিসিমা হবে। অর্থাৎ মেসি ও ইয়ামাল মুখোমুখি হবে। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। আলোচনায় উপস্থিত ছিলেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল কর্মকর্তারা। কোথায় দুই দল মুখোমুখি হতে পারে, তার ব্যবস্থাপনা কীরকম হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে।


শোনা যাচ্ছে, ২০২৬-র মার্চের শেষ সপ্তাহে হতে পারে ফিনালিসিমা। এর আগে ইয়ামাল নিজেও বলেছিল, ‘আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমি ইউরো চ্যাম্পিয়ন হব। ফিনালিসিমায় আমি তাঁর বিপক্ষে খেলতে চাই।’ এবার স্প্যানিশ ত্রিমুকুট জিতে আগুনে ফর্মে আছে বার্সার ‘ভবিষ্যৎ’। অন্যদিকে ফুটবল কেরিয়ারের সায়াহ্নে মেসি। ২০২২ সালে ইতালিকে হারিয়ে সেই ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। তারপর বিশ্বকাপ ও কোপা জয়। দল হিসেবে কিন্তু এখনও সমান ভয়ংকর লা আলবিসেলেস্তেরা।