এআইএফএফ আয়োজিত অনুর্দ্ধ-১৮ এলিট লিগের তৃতীয় ম্যাচে সহজ জয় পেল কলকাতার দুই প্রধান। সোমবার নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারাল এসএসকেএম স্পোর্টস ফাউন্ডেশনকে (কালনা)। খেলার শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদের। তবে, প্রথমার্ধে বারবার আক্রমণ চালালেও গোল পায়নি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন প্রীতম গায়েন।
এই নিয়ে পরপর তিন ম্যাচেই গোল করলেন মোহনবাগান জুনিয়র দল থেকে আসা এই ফুটবলারটি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করে যান হামতে। এর পাঁচ মিনিটেই মধ্যেই লাল-হলুদের হয়ে ব্যবধান ৩-০ করেন যান সাহিল খান। এরপর ম্যাচ থেকেই কার্যত হারিয়ে যায় এসএসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার একেবারে শেষলগ্নে (৯০+৩ মিনিটে) ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করে যান নয়ন ছেত্রী। এই জয়ের ফলে এলিট লিগে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গলের ছোটরা।
অন্য ম্যাচে দুরন্ত জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্টও। নিজেদের মাঠে এআইএফএফ ট্যালেন্ট একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে ডেগি কার্ডোজোর ছেলেরা।
তবে, কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। অবশেষে প্রথমার্ধের ৩৫ মিনিটে প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় জয়ন্ত মন্ডল। এরপর খেলার ৪৩ মিনিট নাগাদ তাদের হয়ে দ্বিতীয় গোলটি করে যান থাংঙ্গাইসাং হাওকিপ। এরপর প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোন পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও গোলসংখ্যা আর বাড়েনি।