সাঁতারে বাংলার জয়জয়কার

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: IANS)

বেঙ্গালুরুতে জাতীয় সাব জুনিয়র ও জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় বাংলার ছেলেমেয়েরা ১২ টি সোনার পদক তুলে নিয়েছে। সঙ্গে রয়েছে ৯ টি রুপো ও ১৫ টি ব্রোঞ্জ পদক। ৪ টি সোনা ও একটি রুপোর পদক দিনে বাংলার স্বদেশ মণ্ডল সবার নজর কাড়লেন।

জাহ্নবী চৌধুরী, ঈশান ঘোষ ও তীর্থঙ্কর মণ্ডল ২ টি করে সোনার পদক পেয়েছেন। একটি সোনা এসেছে জোয়া জন্নাত কৃতিত্বে। ওয়াটার পোলো ছেলেদের প্রতিযোগিতায় বাংলা কেরলকে হারিয়ে সোনার পদক তুলে নেয়।

ঈশান দুটি সোনার পদকের সঙ্গে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আর জোয়া দুটি সোনার পদকের সঙ্গে দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক পান। ড্রাইভিংয়ে জোড়া রুপোর পদক পান অন্বেষা ধারা। সাঁতারে বাংলার জয়জয়কার।