শিবনাথ দাস
মোট ২৪টি মিট-এর আজ প্রথম দিন বেঙ্গালুরু ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। টোটাল সিজনে ৮০০ ঘোড়া ছুটবে। তার মধ্যে বাইরের সেন্টারের ২০০ ঘোড়া থাকবে। মূল বাজি বি.টি.সি. চ্যারিটেবল ট্রাস্ট ট্রফি। ১২০০ মিটারের ক্লাস ওয়ানের ৮টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হওয়া উচিত রিকার্ডো এবং স্টার গ্লোরির মধ্যে। সারা ভারতবর্ষের ট্রেনার, জকিদের একমাত্র সামার সিজনে দেখা যাবে।
মতামত
প্রথম বাজি— দুপুর ২.৩০ মি., মেহেরা ১, কুইন বিনডাজ ২, মাই সলিটেয়ার ৩
দ্বিতীয় বাজি— ৩.০০টা, অল অ্যাট্রাকশন ১, মিস্টিকাল এয়ার ২, নটি প্যাটন ৩
তৃতীয় বাজি— ৩.৩০ মি., ঈগল আই ১, ড্রিমার ২, ডিভা ৩
চতুর্থ বাজি— ৪.০০ মি., রিকার্ডো ১, স্টার গ্লোরি ২, জার ৩
পঞ্চম বাজি— ৪.৩০ মি., সি দ্য লাইট ১, মন্টেরিও ২, কার্টার ৩
ষষ্ঠ বাজি— ৫.০০টা, ডিভাইন আর্ট ১, নটি ব্লাস ২, টেসোরিনো ৩
দিনের সেরা— রিকার্ডো