দু’মাসও দেরি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হতে। আর বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আইপিএল ক্রিকেট। মঙ্গলবার আইপিএল ক্রিকেটে মিনি নিলাম যখন চলছে, তারই মাঝে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল কবে থেকে এই প্রতিযোগিতা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে আগামী বছর ৮ মার্চ। এখনও পর্যন্ত যা জানা গেছে, আইপিএল ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬ মার্চ থেকে। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩১ মে।
তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটের সূচনা হবে কিনা, তা স্পষ্ট করা হয়নি। নিয়মানুসারে যে দল চ্যাম্পিয়ন হয়, সেখানেই পরবর্তী আইপিএলের উদ্বোধন হয়ে থাকে। কিন্তু গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ক্রিকেটে সেরা হয়। চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থকরা গ্যালারি থেকে বাইরে উল্লাসে তাঁরা মেতে ওঠেন। সেই উল্লাসে ১১ জন ক্রিকেটপ্রেমী পদপিষ্ট হয়ে মারা যান। তারপর থেকে নিরাপত্তার প্রশ্নে বেঙ্গালুরুর ওই স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও খেলা দেওয়া হয়নি। এমনকি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, আইপিএল ক্রিকেটের সেই ম্যাচ বেঙ্গালুরুতেই হবে। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া ব্যক্তিত্বদের ভিড় থাকবে, সেই কারণে নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে। তার কারণ হলো, কোনওভাবেই আর অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ইতিমধ্যেই মিনি নিলামে ৩৫০ জনের নাম ছিল। সেই সঙ্গে আরও ১৯ জন খেলোয়াড়ের নাম যুক্ত হয়। এঁদের মধ্যে রয়েছেন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। আইপিএলের ১০ দল সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। আর নিলামে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকার বেশি ব্যয় করা সম্ভব হবে না।