বিরাটদের উদ্যোগ

বিরাট কোহলি (File Photo: IANS)

এবার অভূতপূর্ব সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। কোভিড যােদ্ধাদের প্রতি সম্মান জানাতে সােমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবি দল নীল জার্সি পড়ে খেলতে নামবে।

শনিবার সেই জার্সি পরিহিত ছবি প্রকাশ্যে আনা হয়। পাশাপাশি জানানাে হয়েছে জার্সিগুলি নিলামে তােলা হবে। তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিনামূল্যে টিকা দেওয়ার কাজে লাগানাে হবে। দলের অধিনায়ক বিরাট কোহলিই এই কথা ঘােষণা করেছেন।

তিনি একটি পােস্টে বলেন, অন্য ধরনের একটা নীল জার্সি পড়ে আমরা নামব। এটি একটি বার্তা নিয়ে অআবে এবং আরসিবির কাছে এটা একটা মাইলফলক। ভারতের টিকা দেওয়ার হার এগিয়ে নিয়ে যেতে।


এই জার্সিগুলােকে নিলামে তােলা হবে। আইপিএলের শুরুটা আমরা ভালাে করেছি। আমরা যে পরিকল্পনা করে এগিয়ে চলেছিলাম। সেই পরিকল্পনা নিয়েই দ্বিতীয় পর্বের খেলা সােমবার থেকে শুরু করব।

পরিকল্পনায় আমাদের কোনও পরিবর্তন আনছি না। দলের ক্রিকেটাররাও নিজেদের সেরা খেলাটা মেলে ধরার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।