মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি পদে থাকছেন কল্যাণ চৌবে। শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মেয়াদ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্ব সামলাবেন কল্যাণ চৌবে ও তাঁর কমিটি। তাই আপাতত নির্বাচনের কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিচারপতি এল পি এস নরসীমা এবং বিচারপতি এ এস চন্দুরকরের বেঞ্চ।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুক্রবার এআইএফএফকে আরও বলা হয়েছে, নতুন সংবিধান তৈরি করে দ্রুত তা কার্যকর করতে হবে। সেজন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হল। শীর্ষ আদালতের এই নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে ফেডারেশন। মনে করা হচ্ছে আদালতের এই রায়ের ফলে আপাতত ফিফার নির্বাসন থেকে হয়তো মুক্তি পেল তারা। কারণ, আদালতের রায়ে এদিন স্পষ্ট জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে ফেডরেশনের খসড়া সংবিধানে সুপ্রিম কোর্টের নির্দেশিত সংশোধন এনে তা কার্যকর করতে হবে।
আসলে, ফিফা এবং এএফসি’র পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এআইএফএফকে। এইসময়ের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে না পারলে তাদেরকে সাসপেন্ড করা হবে। তবে, সুপ্রিম কোর্ট এদিনের রায়ে তার আগেই নতুন সংবিধান কার্যকর করার নির্দেশ দিয়েছে ফেডারেশনকে।
এই প্রসঙ্গে বলা যায়, ফেডারেশনের এই সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। চলতি বছরে কিছুদিন আগে শীর্ষ আদালত জানিয়েছিল, যতদিন না মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন ফেডারেশনের বর্তমান কমিটি কোনওরকম সিদ্ধান্ত নিতে পারবে না। তবে, নিজেদের সেই সিদ্ধান্ত বদলে শুক্রবার চূড়ান্ত রায়ে আদালত জানিয়ে দিল, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটিই মেয়াদ শেষ পর্যন্ত ফেডারেশনের সমস্ত কাজকর্ম সামলাবে।
এদিকে, শীর্ষ আদালতের এই রায়ের ফলে ধীরে ধীরে ভারতীয় ফুটবলের জটিলতা কাটতে শুরু করেছে। এদিনের এই রায়ের পর, ফেডারেশনের বর্তমান কমিটি ফের আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। যারফলে, নতুন সংস্থার সঙ্গে চুক্তি করতে আর কোনও বাধা রইল না তাদের। তাছাড়াও, সুপ্রিম কোর্টে মামলা থাকায় সংবিধান নিয়ে এতদিন কোনও সিদ্ধান্ত নিতে পারছিল না ফেডারেশন। শুক্রবারের এই রায়ের ফলে দ্রুত সেই সমস্যাও মিটবে বলে আশা করাই যায়।