নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত ফর্মে থাকা আর্শদীপ সিংকে ভারতীয় দলে বাইরে রাখায় ক্রিকেট মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। টস জিতে ভারত বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণকে পেস ত্রয়ী হিসেবে বেছে নিয়েছে ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ৫.৫০ ইকোনমিতে পাঁচ উইকেট এবং বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও আর্শদীপের বাদ পড়া মেনে নিতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা।
আর্শদীপের অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের একাংশ প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের দাবি, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার তুলনায় আর্শদীপ নতুন বলে অনেক বেশি কার্যকর ও সফল। ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় থাকা এই বাঁহাতি পেসারকে একাদশে না রাখলে তিনি ছন্দ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও আর্শদীপকে ব্রাত্য রাখায় ভারতীয় দলের ম্যানেজমেন্টের রণকৌশল এখন কাঠগড়ায়।