রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে লড়াই করছে বাংলা ব্রিগেড

প্রতিনিধিত্বমূলক চিত্র

রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে লড়াই করছে বাংলা। বৃহস্পতিবার কুয়াশার কারণে প্রথম সেশনে খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ শুরু হয় দূপুর ১২টা ৫৫ মিনিটে। এখানকার চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়

হরিয়ানা। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর বোর্ডের ৫৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। সুদীপ চট্টোপাধ্যায় কল্যাণীতে গত ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন। আর এদিন তিনি অপরাজিত রয়েছেন ১৭৭ বলে ৭৮ রানে। তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি চার। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বেশি রান কলতে পারেন নি। তিনি ৬৯ বলে ২৬ রান করেন। সুদীপ কুমার ঘরামি আউট হন ১ রানে। অনুষ্টুপ মজুমদার ৪৭টি বল খেলে ১৯রান করেছেন। শাহবাজ আহমেদ সেই অর্থে রান পান নি। ২৬ বলে ১৫ রান করে প্যাভেলিয়নে ফেরত যান। আর সুমন্ত গুপ্ত ১৬ বলে ৯ রানে আউট হয়ে যান।

দিনের শেষে শাকির হাবিব গান্ধী ১ রানে অপরাজিত আছেন। হরিয়ানার বোলার তন্ময় বালোডা পেয়েছেন তিনটি উইকেট। এদিন বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার বিকাশ সিংয়ের। বাংলার কাছে এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলার ক্রিকেটারদের সচেতন থাকতে হবে। বায়ুদূষণের জন্য বেশকিছু ক্রিকেটারকে দেখা গেল মাস্ক পরে মাঠে নামতে।


এদিকে সিএবি পরিচালিত প্রথম শ্রেণির ক্রিকেট লিগে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মুখোমুখি হয় বড়িশা স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৪১৯ রান করে ১০৭ ওভারে। অগ্নিভ পান ১১০ রান করেছেন। প্রীতম পোড়েল ৪৮ রানে আউট হয়ে যান। বড়িশা স্পোর্টিং প্রথম ইনিংসে ১৪৭ রান করেছে। বড়িশা স্পোর্টিংকে ফলোঅন করে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ইনিংসে বড়িশা স্পোর্টিং দিনের শেষে ৩ ওভারে ৯ রান করেছে। বড়িশা এখনও ২৭৬ রানে পিছিয়ে রয়েছে। শ্যামবাজার ক্লাব ১৩২ রানে প্রথম ইনিংস শেষ করে। তার জবাবে খিদিরপুর ক্লাব ৩১৯ রান করে। শিলিগুড়ির শুভঙ্কর বল ৭০ রান করেন। শ্যামবাজার দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৬৬ রান করেছে। শ্যামবাজার ১২১ রানে পিছিয়ে রয়েছে। তপন মেমোরিয়াল ক্লাবের ৮ উইকেটে ৬১২ রানের জবাবে এরিয়ান ক্লাব চার উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে। এরিয়ান এখনও পর্যন্ত ৪৫৬ রানে পিছিয়ে।