বিশ্ব ব্যাডমিন্টনে হঠাৎই শিরোনামে উঠে এলেন ১৬ বছর বয়সী তনভি শর্মা। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বজয়ী তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় নাওমি ওকুহারাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছেন তিনি। যদিও, প্রথম গেমে খানিকটা একপেশে লড়াইয়ে সহজেই তনভিকে হারিয়ে দেন ওকুহারা। সেই সময় খেলার ফলাফল ছিল ওকুহারা’র পক্ষে ১৩-২১।
তবে, প্রথম গেমে হারলেও লড়াই ছাড়েননি তনভি। দুরন্ত লড়াইয়ে দ্বিতীয় গেম থেকেই জাপানি তারকাকে চাপে ফেলতে থাকেন জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তনভি
২১-১৬ ব্যবধানে জিতে যান। এরপর নির্ণায়ক গেমেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। কিন্তু, শেষ হাসি হাসেন তনভি। তবে এই প্রথম নয়, এর আগেও ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালে উঠেছিলেন তিনি।
অন্যদিকে, অঘটন ঘটিয়েছেন আর এক খেলোয়াড় মনরাজ। মাত্র ৪৩ মিনিটে লড়াইয়ে তিনি হারিয়ে দিলেন ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী তারকা এইচ এস প্রণয়কে। মনরাজ জিতলেন ২১-১৫, ২১-১৮ ব্যবধানে। এদিন, প্রি কোয়ার্টার ফাইনালে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না প্রণয়। এছাড়াও, মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন শীর্ষ বাছাই উন্নতি হুডা। তিনি ২১-১৫, ২১-১০ ব্যবধানে হরিয়েছেন তাসনিম মীরকে। পরবর্তী রাউন্ডের ছাড়পত্র পেয়েছেন কিদম্বী শ্রীকান্তও।