এই মুহূর্তে সবচেয়ে সফল ব্যাটসম্যান তিলক বর্মা টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটিং অর্ডারে। দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ অফ্রিকার বিরুদ্ধে এই বাঁহাতি তরুণ ক্রিকেটার তিলক ভার্মা অর্ধশতরান করার কৃতিত্ব দেখান। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ধর্মশালায় খেলবে ভারত ঘুকে দাঁড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই মুহূর্তে দুই দলই একটি করে জয় পেয়েছে। তাই তৃতীয় টি-২০ ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে। ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাটে রান পাচ্ছেন না। চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার যাদব ও শুভমন গিল। তৃতীয় টি-টোয়েন্টি খেলতে ধর্মশালায় ভারতীয় দল পৌঁছে গেছে।
টি-টোয়েন্টি সিরিজেই জাতীয় দলে ফিরেছিলেন হার্দিক পাণ্ডিয়া। প্রথম ম্য়াচে ব্যাট ও বলে সফল হার্দিক। ম্যাচে সেরাও হন। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি সবাইকে হতাশ করেছেন। বোলার আর্শদীপ সিং একেবারেই ছন্দে নেই। এমনকি এক ওভারে সাতটি ওইড বল করে লজ্জার রেকর্ড গড়েছেন।
কোচ গৌতম গম্ভীর তৃতীয় টি-২০ ম্যাচে দলে কি পরিবর্তন আনবেন? বিশেষ করে কেরলের উইকেটরক্ষক ও ব্যটসম্যান সঞ্জু স্যামসনকে বসিয়ে রাখা হচ্ছে। সহ অধিনায়ক শুভমন গিলের জায়গায় সঞ্জুকে আনা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।