সূর্যকুমার রানে ফিরলেন পাশাপাশি নজির গড়ল ভারত

প্রতিনিধিত্বমূলক চিত্র

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে আবার জয়ের হাসি হাসল। অনেকেই ভেবেছিলেন, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে বড় অঙ্কের রান করেছে। সেই রানকে তাড়া করে ভারতীয় দল বাজিমাত করতে গিয়ে কঠিন লড়াইয়ে পড়ে যাবে। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব রানে ফিরে আসতেই, সেই ভাবনা পুরোপুরি বদলে গেল। বেশ কিছুদিন ধরে রানের মধ্যেই ছিলেন না সূর্যকুমার। নিজে কখনওই তিনি হতাশ হননি। বার বারই বলতেন দু-একটা খেলা হয়ে যাওয়ার পরে আবার রানে ফিরে আসতে পারব। সেই বিশ্বাসকেই বাস্তব রূপ দিলেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক সূর্যকুমার। একাই দলটাকে যেভাবে জেতার লক্ষ্যে পৌঁছে দিলেন, তার জন্য অভিনন্দন তোলা থাকবে। এই খেলায় সূর্যকুমার যাদবের পাশে ঈশান কিশানের রণংদেহি মনোভাব ভারতীয় দলকে এগিয়ে রেখেছিল। যার ফলে ভারতের জয়টা এককথায় বলা যায় সহজেই এসে গিয়েছিল। আর কঠিন লড়াইয়ে ভারত কখনওই চাপে পড়েনি। বরঞ্চ প্রতিপক্ষ দলের বোলারদের বুঝিয়ে দিয়েছেন, যখন তরুণ প্রতিভারা জেগে ওঠেন, তখন প্রতিপক্ষ কোনও পরিকল্পনা কাজে আসে না।

ভারত এই ম্যাচ জেতায় দু’টি রেকর্ড হয়েছে। একদিকে ব্যক্তিগত রেকর্ড, আর অন্যদিকে লজ্জার রেকর্ড। সূর্যকুমার ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। আর ঈশান কিশান ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, এই নিয়ে স্পষ্ট হয় টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-র বেশি রানকে তাড়া করে ভারত জিতল। অস্ট্রেলিয়ার পর যে কোনও দলের ক্ষেত্রে এটি দ্বিতীয়। ২৮ বল বাকি থাকতেই ভারত জয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। আইসিসি-র পূর্ণ সদস্যর দেশগুলি মধ্যে সবচেয়ে বেশি বল বাকি থাকতে ২০০-রও বেশি রানকে টপকে যাওয়ার রেকর্ড গড়ল ভারত। ভেঙে দিয়েছে পাকিস্তানের রেকর্ডকেও। পাকিস্তান ২৪ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। ভারতের তরুণ প্রতিভা ঈশান কিশান ২১ বলে অর্ধ শতরান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোনও ব্যাটসম্যান এত তাড়াতাড়ি অর্ধ শতরান করতে পারেননি। এটা অবশ্যই একক কৃতিত্ব ঈশান কিশানের। তবে আরেকটি লজ্জার রেকর্ড গড়েছে ভারত এই খেলায়। এটা ভারতের পেসার আর্শদীপ সিং। ম্যাচের প্রথম ওভারেই তিনি ১৮ রান দিয়েছেন। টি-টোয়েন্টিতে ভারতীয় বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই সবচেয়ে বেশি রান দেওয়ার নজির করলেন আর্শদীপ।