ওমানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক গড়তে চান সূর্যকুমাররা

প্রতিনিধিত্বমূলক চিত্র

এশিয়া কাপ ক্রিকেটে ইতিমধ্যে ভারত প্রথম চারে জায়গা করে নিয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব চাইছেন, গ্রুপের তিন ম্যাচ জিতেই হ্যাটট্রিক করতে। আগামী শুক্রবার ভারত গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ওমানের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওমান গত ম্যাচে হেরে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির কাছে। সেই কারণে ওমান অবশ্যই এবারের প্রতিযোগিতায় দুর্বল দল। সূর্যকুমার ব্রিগেড প্রথম ম্যাচে যেভাবে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়েছে, তা অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি। আর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তান দল যেভাবে হুঙ্কার দিয়েছিল, সেই হুঙ্কারকে নস্যাৎ করে দিয়েছে ভারতীয় দল।

ভারত সাত উইকেটে জয় তুলে নিয়ে পাকিস্তানকে জবরদস্ত জবাব দিয়েছে। যতই রাজনৈতিক লড়াই থাকুক না কেন, প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে ভারত তখন খেলার মাঠে জেতার জন্য সবরকম পরিকল্পনা অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছে লড়াইয়ে তারা বাজিমাত করতে জানে। কাশ্মীরের পহেলগামের ঘটনার পরে ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক একদমই ভালো নয়। তারপরে যেভাবে ভারতীয় দল মানসিকভাবে তৈরি হয়েছিল, ক্রিকেট রণক্ষেত্রে প্রতিপক্ষকে একেবারে কোণঠাসা করে দিতে হবে। সেই লক্ষ্যে বাজিমাত করেছে ভারতীয় দল। ভারতের জয় দলের সমস্ত খেলোয়াড়দের আরও বেশি করে আত্মবিশ্বাস দৃঢ় হয়েছে। সূর্যকুমার ও শুভমন গিলদের ভারতীয় দলের এখন পাখির চোখ এশিয়া কাপে আবার চ্যাম্পিয়ন হওয়া।

মাঝে এক দিন বিশ্রাম ছিল। মঙ্গলবার থেকে আবার অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। পাকিস্তান ম্যাচে হওয়া হ্যান্ডশেক বিতর্ক এখনও চলছে। সে দিকে নজর দিচ্ছেন না সূর্যকুমার যাদবরা। নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা।


মঙ্গলবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করার সময় দেখা গিয়েছে সূর্যকুমাররা অত্যন্ত সিরিয়াস। ভারতের সব ম্যাচই সন্ধ্যাবেলা। তাই সেই সময়ই অনুশীলন করছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। দুবাইয়ে দিনের বেলা গরমের তীব্রতা খুব বেশি।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে না তারা। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি। পাকিস্তানের এই দাবি মানা হবে না। যদিও পাকিস্তান দলের পক্ষ থেকে পাকা কথা বলা হয়নি। সত্যিই যদি তারা না খেলে তা হলে আমিরশাহি পয়েন্ট পেয়ে যাবে। সে ক্ষেত্রে পাকিস্তান বিদায় নেবে। তাতেও তাদের সমালোচনা হবে। উভয় সঙ্কটে পড়েছে পাকিস্তান।

হ্যান্ডশেক বিতর্কে অবশেষে ৪৮ ঘণ্টা পর মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সূর্যকুমার যাদবরা যা করেছেন, তা একেবারে ঠিক। ভারতীয় বোর্ড ক্রিকেটারদের পাশে রয়েছে।