আজ ইডেনে রঞ্জি ট্রফিতে নামছেন সূর্যকুমার

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি— শনিবার ইডেনে রঞ্জি ট্রফিতে বাংলা খেলছে না। খেলতে নামবে ইডেনের উইকেটে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বই এবং হরিয়ানা। মুম্বইয়ের হয়ে খেলতে নামছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সহ শিবম দুবে, আজিঙ্কা রাহানের মতো তারকা ক্রিকেটাররা। শুক্রবার নেটে অনুশীলনে নেমে সূর্যকুমার বাংলার এক তরুণ বোলারকে দেখে দারুণ খুশি হলেন। নেটে বল করছিলেন বাংলার প্রিয়াংশু প্যাটেল। বাঁ-হাতি স্পিনার বাংলার অনুর্ধ্ব-২৩ দলের হয়ে খেলে ফেলেছেন তিনি। তাঁর বোলিং দেখে সূর্যকুমার অবাক হয়ে যান। নেটের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার প্রশংসায় ভরিয়ে দিলেন প্রিয়াংশুকে। শুধু তাই নয়, বাংলার এই বোলারকে নিয়ে নিজস্বী তুললেন সূর্যকুমার। পাইকপাড়ার হয়ে প্রিয়াংশু ক্লাব ক্রিকেট খেলে থাকেন। অবশ্য প্রিয়াংশু অতীতে বাংলার নেটে বল করে নজর কেড়েছিলেন। শুধু সূর্যকুমার যাদবই ছবি তোলেননি। প্রিয়াংশুর সঙ্গে দেখা গেল প্রিয়াংশুকে ডেকে নিয়ে ছবি তুলেছেন অন্য খেলোয়াড়দের সঙ্গে। অতীতেও বাংলার এই বোলার নেটে বল করার অভিজ্ঞতা রয়েছে। সেই সময় প্রিয়াংশুকে নিয়ে ছবি তুলেছিলেন যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটাররা।

মুম্বইয়ের এ দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। আড্ডার ছলে জানান, ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। তিনিও এই মাঠেই ফর্মে ফেরার আশা করছেন। এ দিন ঘণ্টা দেড়েক অনুশীলন করে মুম্বই দল। হালকা চালে সময় কাটান সূর্য ও রাহানেরাও।

সূর্যের মতো ক্রিকেটারকে দলে পেয়ে খুশি মুম্বইয়ের বোলিং পরামর্শদাতা ধবল কুলকার্নি। তিনি বলেছেন, ‘ওর মতো সিনিয়র ক্রিকেটার এবং ভারতের অধিনায়ক দলের সঙ্গে থাকলে সেটা সব সময়েই বাড়তি অনুপ্রেরণার কাজ করে। দলের সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে। তরুণ ক্রিকেটারেরা ওর সঙ্গে সব সময় কথা বলছে। সূর্যকে পাশে পাওয়া তরুণ ক্রিকেটারদের কাছে একটা ভাল সুযোগ।”


মুম্বই দল তারকা ক্রিকেটারের সমন্বয়ে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার জন্য হরিয়ানার বিরুদ্ধে অবশ্যই এগিয়ে থাকবে। কিন্তু মনে রাখতে হবে ক্রিকেটের ভবিষ্যৎবাণী বলে কোনও কিছু হয় না। বিপক্ষ দলকে ছোট করে ভেবে অনেক সময় বিপদ ঘনীভূত হয়েছে এবং খেলার ফলাফল একেবারে বদলে গিয়েছে। তাই শনিবারের রঞ্জি ট্রফির ম্যাচটা অবশ্যই আকর্ষণীয় হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।