বিহারে নির্বাচনের প্রচারে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা বিমান বন্দরে পৌঁছালে দেখা গেল আইপিএল ক্রিকেটের বিস্ময় বালক ১৪ বছরের বৈভব সূর্যবংশী এগিয়ে এলেন। বৈভব প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন। প্রধানমন্ত্রী বৈভবকে আশীর্বাদ করলেন। এখানে উল্লেখ করা যেতে পারে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব দুরন্ত ইনিংস খেলেছেন। তখন প্রধানমন্ত্রী বৈভবকে অভিনন্দনও জানিয়েছিলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শতরান করার জন্য। এদিন বিমান বন্দরে বৈভবের সঙ্গে মা-বাবাও এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য। প্রধানমন্ত্রী নিজে ছবি পোস্ট করে লিখেছেন বিমান বন্দরে তরুণ ক্রিকেটার বৈভব ও তার পরিবারের সঙ্গে দেখা হল। সারা দেশ বৈভবের খেলায় মুগ্ধ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।
বৈভব রান করলেও তার দল রাজস্থান সাফল্য পায়নি। প্লে-অফে উঠতে পারেনি তারা। বৈভব সাতটি ম্যাচে ২৫২ রান করে। গুজরাতের বিরুদ্ধে তার ৩৮ বলে ১০১ রানের ইনিংস চমক লাগিয়ে দেয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড গড়ে সে। আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের তালিকায় বৈভব দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, “আইপিএলে বিহারের বৈভব সূর্যবংশীর খেলা দেখেছি। এত কম বয়সে বৈভব দারুণ রেকর্ড গড়েছে। তার এই সাফল্যের নেপথ্যে অনেকের পরিশ্রম রয়েছে।”