ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার শুভাশিস ও সৌম্যা

প্রতিনিধিত্বমূলক চিত্র

সারা ভারত ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার হলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। শুভাশিস সবুজ-মেরুন ব্রিগেডকে নেতৃত্ব দিয়ে চলতি বছরে আইএসএল ফুটবলে লিগ-শিল্ড জয়ের পাশে কাপও জিতেছেন। আইএসএলে ডিফেন্ডারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সেই কারণেই ফেডারেশনের পক্ষ থেকে বর্ষসেরা ফুটবলার হিসেবে শুভাশিস বসুকে চিহ্নিত করা হয়েছে। ছেলেদের পাশে মেয়েরাও নজর কেড়ে বর্ষসেরা হয়েছেন সৌম্যা গুগুলোথ। এবারে ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ী চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সেই চ্যাম্পিয়ন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে সৌম্যা সবার নজর কেড়ে নিয়েছে। ভারতীয় মহিলা লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি তিন নম্বরে ছিলেন। মোট ন’টি গোল করেছেন সৌম্য। এখানে উল্লেখ করা যেতে পারে, বর্ষসেরা হিসেবে কলকাতার দুই প্রধানের ফুটবলাররাই বাজিমাত করলেন। ছেলেদের বিভাগে যেমন শুভাশিস বসু, তেমনই আবার মেয়েদের বিভাগে সৌম্যা গুগুলোথ সেরা হয়ে শিরোনামে উঠে এসেছেন।

আবার মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন। মেয়েদের বিভাগে ইস্টবেঙ্গলের গোলরক্ষক পানথোই চানু সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগেও বিশাল কাইথ বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন। ২৬টি ম্যাচে বিশাল দুরন্ত ফুটবল খেলে গোল্ডেন গ্লাভস জিতেছেন। তিনি ৫৭০ মিনিট ধরে মোহনবাগানের গোলরক্ষা করে একটাও গোল খাননি। আইএসএল ফুটবলে এটা একটা নজির। ইস্টবেঙ্গলের গোলরক্ষক চানু ১৪ ম্যাচে ১০টি গোল হজম করেছেন। সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পেলেন এফসি গোয়ার মাঝমাঠের খেলোয়াড় ব্রাইসন ফার্নান্ডেজ। মেয়েদের পক্ষ থেকে উদীয়মান ফুটবলার হিসেবে বর্ষসেরা হলেন বাংলার শ্রীভূমি ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় তোইজাম চানু।

বর্ষসেরা কোচ হয়েছেন ফেডারেশনের বিচারে জামশেদপুর এফসি’র খালিদ জামিল। কোচ নির্বাচনে খালিদ ছাড়া অন্য কোনও দলের কোচকে ভাবাই যায়নি। কোচ খালিদ জমিল জামশেদপুর এফসি’কে কেচিং করিয়ে আইএসএল ফুটবলে শেষ চারে যেমন তুলেছিলেন, পাশাপাশি সুপার কাপ ফাইনাল খেলায় দলকে পৌঁছে দিয়েছেন। আগামী শনিবার সুপার কাপ ফাইনালে কোচ খালিদ জামিলের সঙ্গে এফসি গোয়ার কোচ ম্যানেলো মার্কুয়েজের সঙ্গে মগজাস্ত্রের লড়াই হবে।
মেয়েদের সেরা কোচ হয়েছেন শ্রীভূমি ফুটবল দলের কোচ সুজাতা কর। ফেডারেশনের নির্বাচনে বাংলার প্রতিনিধিরাই বড় জায়গা পেয়েছে।