ওয়েস্টবেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৪৩তম রাজ্য সিনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। ওয়েলিংটনে ছাত্র সমিতির মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।
এখানে উল্লেখ করা যেতে পারে, ছাত্র সমিতি ১০১ বছরে পা দিয়েছে। তারই অঙ্গ হিসাবে তাদের ব্যবস্থাপনায় রাজ্য সিনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় ১৯টি পুরুষ ও ১৪টি মহিলা দল অংশ নিচ্ছে। জেলা দলগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি, হুগলি, বর্ধমান ও মেদিনীপুর।
গত বছরের চ্যাম্পিয়ন ইস্টার্ন রেলওয়ে, রানার্সআপ মেট্রো রেলওয়ে, কলকাতা পোর্টট্রাস্ট, কলকাতা পুলিশ ও আইআইটি খড়গপুর অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। খেলতে দেখা যাবে সেরা বাস্কেটবল খেলোয়াড় পুনম চতুর্বেদী সহ বৈষ্ণবী যাদব নিমা দোমা ভূটিয়া, মনি আগলা ও রনিন ব্যানার্জি ও আমন আলিকে।