বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের নামে একটি স্ট্যান্ডের নামকরণ করতে চলেছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। দেশের হয়ে একদিনের বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মান জানাতে চলেছে তারা। বিষয়টি নিজেই ঘোষণা করেছেন হরমনপ্রীত।
তিনি জানিয়েছেন, মুল্লানপুরের নতুন মহারাজা যাদবিন্দ্র সিংহ স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তাঁর নামে করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব ক্রিকেট সংস্থা। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত তিনি।
তিনি জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুবই আনন্দিত। এজন্য আইসিসি চেয়ারম্যান জয় শা’কে বিশেষ কৃতিত্ব দিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই মহিলাদের আইপিএল প্রথম শুরু হয়। তাই, প্রাক্তন বিসিসিআই সচিবের ভূমিকাকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
পাশাপাশি, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী হরমনপ্রীত।