শ্রী সিমেন্ট ব্রিজ

অষ্টম সারাভারত শ্রী সিমেন্ট ব্রিজ প্রতিযোগিতায় শনিবার দলগতভাবে শেষ চারে খেলবার ছাড়পত্র পেল মাভেরিক্স, ফরমিডাব্লেস, র‍্যামপেজ ও মনিকা জাজো। মাভেরিক্সের হয়ে নরওয়ে হারাল্ড ও আজমীর জামির ভারতের অনিরুদ্ধ ভট্টাচার্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

পিনাকী প্রসাদ ও সত্যব্রত মুখার্জি সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। শুভজিৎ চৌধুরি ও সৌভিক কর দ্বিতীয় স্থানে রয়েছেন। অভিজিৎ পাল ও কামনা শর্মা তৃতীয় স্থানে অবস্থান করছেন। এ কে গুহ ও বি বপন চতুর্থ স্থানে রয়েছেন। এবারের এই প্রতিযোগিতার সূচনা করেন এইচ এম বাঙ্গুর, কবিতা সিংহানিয়া ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরি।