প্রতিভার অন্বেষণে ক্রীড়া প্রতিযোগিতা

মাদার স্পোর্টস বলতেই অ্যাথলেটিকস। তাই বাংলার বিভিন্ন প্রান্তের উদীয়মান অ্যাথলিটসদের সন্ধানে এপিকে জৈন ফিউচারিস্টিকস অ্যাকাডেমি বিশেষ উদ্যোগ নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় উদীয়মান অ্যাথলিটসদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

তিনি বলেন, অ্যাথলেটিকস যে কোনও ক্রীড়ায় মূল্যায়ন হয়ে থাকে। মনে রাখতে হবে, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে অনেক উন্নততর জায়গায় পৌঁছনো সম্ভব হবে।

তবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন রয়েছে। এই প্রতিযোগিতা চলাকালীন প্যারা অলিম্পিয়ান অ্যাথলিট তরুণিকা ঘোষ, পয়লা নম্বর স্কোয়াশ খেলোয়াড় আলিয়া কাঙ্কারিয়া ও তরুণ ও জুনিয়র অ্যাথলিট অনুপ্রিয়া চৌধুরী প্রতিযোগীদের শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্দারমল কাঙ্কারিয়া, প্রদীপ পাটোয়া, শশী কাঙ্কারিয়া, ত্রিশলা বনসালী। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে।