কলকাতার হয়ে আর খেলতে আসছেন না স্পিনার মইন আলি

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব ও দিল্লির খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সাতদিন আইপিএলের কোনও খেলা আয়োজন করা সম্ভব হবে না। যুদ্ধবিরতি হওয়ার পরে আইপিএল কর্তৃপক্ষ জানায়, লিগের বাকি ১২টি খেলা ও প্লে-অফ এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু প্লে-অফ ও ফাইনাল খেলা কোথায় হবে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। কলকাতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষিত হয়েছিল।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফাইনাল খেলা কলকাতায় হচ্ছে না বলে জানা গেছে। তবে সিএবি’র পক্ষ থেকে এখনও চেষ্টা করা হচ্ছে কলকাতায় যাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ভারত-পাক যুদ্ধের কারণে আইপিএলের বিভিন্ন দলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে অনেকেই স্বদেশে ফিরে গিয়েছেন। বিশেষ করে ইংল্যান্ডের থেকে যেসব খেলোয়াড় ভারতে খেলতে এসেছিলেন, তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁদের পক্ষে এই মুহূর্তে আর দেশ ছেড়ে আসা সম্ভব হচ্ছে না। যার ফলে ইংল্যান্ডের স্পিনার মইন আলি আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। অর্থাৎ ভারতের মাটিতে তিনি আর খেলবেন না। মইন আলি কলকাতা নাইটরাইডার্স দলের একজন নির্ভরযোগ্য বোলার ছিলেন। তিনি আসছেন না জানার পরেই সমস্যায় পড়ে গেছে কলকাতা। মইন আলি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে আইপিএল খেলা আর সম্ভব হচ্ছে না।

এছাড়া রভমান পাওয়েলকে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের চোট রয়েছে। তিনি সময়মতো আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এঁদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও ভারতের মাটিতে হয়তো আর খেলতে আসতে পারছেন না এই মুহূর্তে। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ২৬ মে’র মধ্যে দেশে ফিরে আসার নোটিশ দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের বোর্ডের পক্ষ থেকে। যদি আইপিএলের লিগের ম্যাচগুলি খেললেও কোনওভাবেই ফাইনালে তাঁদের খেলা সম্ভব হবে না। ভারত-পাক সংঘাত শুরু হওয়ার পর কেকেআরে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের সব ক্রিকেটারই চলে গিয়েছিলেন দুবাইয়ে। মেন্টর ডোয়েন ব্র্যাভোও সেখানে ছিলেন। দুবাইয়েই পাওয়েলের চোটের কথা জানা গিয়েছিল। তবে প্রত্যেকেই বেঙ্গালুরুতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কেকেআর দলের কর্তৃপক্ষ চেষ্টা করছেন মইন আলি সহ অন্যদের শূন্যস্থান পূরণ করার জন্য নতুন খেলোয়াড়দের নেওয়া যায় কিনা্। ভারত-পাক সংঘাতের পরে বিদেশি খেলোয়াড়রা একটু চাপে রয়েছেন।


কুইন্টন ডি’কক এবং স্পেন্সার জনসন চলে এসেছেন বেঙ্গালুরু। এসেছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ও। বৃহস্পতিবার অনুশীলনও করেছেন তাঁরা। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইটরাইডার্স। কলকাতা দলের প্লে-অফ ম্যাচ খেলা বেশ কঠিন। তবে ক্ষীণ আশা নিয়ে তারা মাঠে নামবে জেতার জন্য। অধিনায়ক অজিঙ্কা রাহানের কাছে অত্যন্ত মর্যাদার লড়াই বলে অনেকে মনে করছেন।