বাটলারের পরে অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যশ বাটলার দলকে ভালো জায়গায় নিয়ে যেতে না পারায়, তিনি গত শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন সাদা বলের ক্রিকেট থেকে ইস্তফা দেবেন। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়ত্ব করেছেন।
সর্বপ্রথমে বাটলারের পরিবর্তে নতুন অধিনায়ক খোঁজা একটু চাপে ইংল্যান্ড শিবিরে। সহকারি অধিনায়ক হ্যারি ব্রূক পছন্দের তালিকায় রয়েছেন।

ইংল্যান্ড গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ী হয় ব্রূকের নেতৃত্বে। ২৬ বছরের ক্রিকেটার ব্রূককে অধিনায়ক করলে সতীর্থ খেলোয়াড়রা উৎসাহিত হতে পারেন।সেটি কতটা আশানরুপ হবে, তা অজানা। অপরদিকে আদিল রাশিদ, ফিল সল্ট, অথবা লায়াম লিভিংস্টোনের প্রথম একাদশে অনিশ্চিয়তা ঘিরে তাদের অধিনায়ক করার কথা ভাবছে না ইংল্যান্ড শিবির।