রিচা ও দীপ্তিকে বিশেষ সম্বর্ধনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ট্রফি জিতেছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। তবে, দলের হয়ে শুধু বিশ্বকাপ জেতাই নয়, ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তিনি। বিশেষত সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে তাঁর ক্যামিও ইনিংস ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার সেই রিচা ঘোষকেই বিশেষ সম্মান জানাতে চলেছে সিএবি। আগামী ৭ অথবা ৮ নভেম্বর ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সম্মানিত করতে চলেছে তারা।

সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। জানা গিয়েছে, প্রাথমিকভাবে আগামী ৭ নভেম্বর এই সম্বর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু, রিচার পরিবারের পক্ষ থেকে সেদিন অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফলে, এখনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। সম্বর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবি-র। সেক্ষেত্রে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম কিংবদন্তি প্রাক্তন বোলার ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। পাশাপাশি, রিচাকে স্বাগত জানাতে তৈরি তাঁর শহর শিলিগুড়িও। আজ সেখানে পৌঁছাবেন তিনি। সেখানকার মেয়র গৌতম দেব জানিয়েছেন, রিচা ফিরলেই তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

এদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও বাংলার দুই ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেওয়া হবে। বিশ্বকাপ জেতার জন্য ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই এই দুই ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়েছে। তবে, তাঁদের সংবর্ধনার তারিখ ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য তার আগে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।