নজির গড়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরে গেলেন শান মাসুদ, বাবর আজম’রা। এই জয়ের ফলে দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট ম্যাচ জিতলো প্রোটিয়ারা। শেষবার ২০০৭ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৮ উইকেটে। ফলে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ১-১ ড্র করল পাকিস্তান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৩৩ রান করে বাবর আজম’রা। দক্ষিণ আফ্রিকার স্পিনার মহারাজ একাই নেন ৭ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ৪০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। তাদের দলেও কেউ শতরান করতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। এইসময় দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার নেন ৬ উইকেট। ২ উইকেট আর এক স্পিনার কেশব মহারাজের ঝুলিতে।

আসলে, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে ঘূর্ণি উইকেট তৈরি করেছিল পাকিস্তান। প্রথম টেস্টে তা কাজে লাগলেও দ্বিতীয় টেস্টে নিজেদের ফাঁদে পরে ম্যাচ হারতে হলো তাদের। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ৬৮ রান। দুই ওপেনার রায়ান রিকেলটন ও এডেন মার্করাম দ্রুত রান করছিলেন। দেখে মনে হচ্ছিল, ওপেনিং জুটিতে খেলা শেষ করে দেবেন তাঁরা। কিন্তু জিততে যখন ৩ রান বাকি তখন নোমান আলির বলে আউট হলেন মার্করাম। ৪২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। তিন নম্বরে নেমে শূন্য রানে আউট হন ট্রিস্টান স্টাবস। এক ওভারে জোড়া উইকেট নেন নোমান। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। ছক্কা মেরে খেলা শেষ করেন রিকেলটন।


দক্ষিণ আফ্রিকার এই জয়ে কিছুটা সুবিধা হল ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু’ধাপ নেমে গেল পাকিস্তান। অন্যদিকে, এক ধাপ এগিয়ে ভারত চলে এসেছে তৃতীয় স্থানে। তবে, অস্ট্রেলিয়ার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।