মালয়েশিয়া ওপেনের শেষ চারে পৌঁছলেন সিন্ধু

প্রতিনিধিত্বমূলক চিত্র

মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা শাটলার পি ভি সিন্ধু। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের ম্যাচে চাইনিজ তাইপের শাটলার সাং শু উয়ংকে ২১-১৩, ২২-২০ ব্যবধানে হারিয়ে সহজেই পরবর্তী রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের আকনে ইয়ামাগুচি। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানি এই তারকার বিরুদ্ধে সিন্ধুর লড়াইটা খুব একটা সহজ ছিল না।

তবে, এদিন চোট সমস্যা বিশেষ ভোগাল ইয়ামাগুচিকে। চোটের জন্য শুক্রবার পুরো ম্যাচই খেলতে পারলেন না বিশ্বের তিন নম্বর এই শাটলার। প্রথম সেট ২১-১১ ব্যবধানে সিন্ধু সহজেই জিতে যাওয়ার পর দ্বিতীয় সেটে আর কোর্টে নামতেই পারেননি ইয়ামাগুচি। ফলে, ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে পৌঁছলেন সিন্ধু। শেষ চারের লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ চিনের ওয়াং ঝি ই।

চলতি বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সিন্ধু। প্রিকোয়ার্টার ফাইনাল পর্যন্ত সহজেই ম্যাচ জিতেছেন তিনি। ফলে, পুরো ম্যাচ হলে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা ছিল, তা বলাই বাহুল্য।