বিজয় হাজারে ট্রফিতে প্রকাশ্যে শুভমনের ম্যাচতালিকা

চলতি বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল। আর এবার প্রকাশ্যে এল কোন কোন ম্যাচে খেলতে দেখা যাবে ভারত অধিনায়ককে । আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ভারতের একদিনের সিরিজ। তার আগে বিজয় হাজারেতে নামবেন শুভমন। আগেই জানা গিয়েছিল, জানুয়ারি মাসে পাঞ্জাবের হয়ে মাঠে নামতে পারেন তিনি। সেইমতো আগামী ৩ জানুয়ারি সিকিম ও ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে সম্ভবত খেলতে দেখা যাবে শুভমনকে। তারপর হয়তো ৭ বা ৮ জানুয়ারি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

শুভমন ছাড়াও পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে অভিষেক শর্মা ও আর্শদীপ সিংকে। যদিও, কোন কোন ম্যাচে তাঁরা মাঠে নামবেন, তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। এছাড়াও, চলতি বিজয় হাজারেতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের এই দুই তারকাও সম্ভবত নিজেদের রাজ্যের হয়ে বিজয় হাজারেতে দুটি করে ম্যাচে মাঠে নামবেন। সেক্ষেত্রে, আগামী ৬ জানুয়ারি সার্ভিসেস ও ৮ জানুয়ারি গুজরাতের বিরুদ্ধে সার্ভিসেসের হয়ে খেলতে দেখা যেতে পারে জাদেজাকে। অন্যদিকে, সম্ভবত ৩ জানুয়ারি ত্রিপুরা ও ৬ জানুয়ারি রাজস্থানের বিরুদ্ধে কর্নাটকের হয়ে মাঠে নামবেন রাহুল।