একদিনের ক্রিকেটে ভারতীয় দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। টেস্টের পরে শুভমনের কাছে এবার নতুন চ্যালেঞ্জ। সমস্ত জল্পনা শেষে শনিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দল ঘোষণা করল অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেই দলে জায়গা পেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে, কিছুটা অপ্রত্যাশিতভাবেই কেড়ে নেওয়া হলো রোহিতের নেতৃত্বের দায়িত্ব।
অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মা দলে জায়গা পেলেন একজন সাধারণ ক্রিকেটার হিসাবে। এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে বিরাট -রোহিতকে জানান দেওয়া হলো, ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁরা আপাতত আর নেই। তাই, বলা যায় অস্ট্রেলিয়া সিরিজেই এই দুই তারকা ক্রিকেটারের জন্য কার্যত বিদায়ী ম্যাচ হতে চলেছে।
সিরিজ শেষে নিজেদের অবস্থান বুঝেও যদি রোহিত-কোহলি সরে না যান, সেক্ষেত্রে সরাসরি তাঁদের হয়তো বাদ দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে বলা যায়, ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ খেলার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছিলেন এই দুই তারকা। এমনকি বোর্ডের ফিটনেস পরীক্ষাও দিয়েছিলেন হিটম্যান। রোহিতের পাশাপাশি বিশ্বকাপকে মাথায় রেখে নিজের প্রস্তুতি শুরু করেছিলেন বিরাট কোহলিও। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন এই দুই ক্রিকেটার। এদিকে, অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। অর্থাৎ, পুরোপুরি একদিনের বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে ভারতীয় দল। তাই হয়তো রোহিত ও কোহলিকে নিয়ে অন্য ভাবনা ভেবেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তরুণ খেলোয়াড়দের ওপর বিশেষ আস্থা রেখেছেন। তারই ফলস্বরূপ, একদিনের দলের নতুন অধিনায়ক হিসেবে তিনি শুভমন গিলকে অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছেন। একইসঙ্গে, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ‘নতুন প্রজন্ম’কে তৈরি করতে চাইছেন তিনি।
এদিকে, কিছুদিন আগেই নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোহিত যদি খেলার মতো পরিস্থিতিতে না থাকে তাহলে নতুন কাউকেই নেতৃত্বের দায়িত্ব দিতে হবে। তাই, বিশ্বকাপের বছর দু’য়েক আগে থেকেই শুভমনের হাতে দায়িত্ব তুলে দিয়ে তাঁকে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলেন জাতীয় নির্বাচকেরা।
একইসঙ্গে, অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত একদিনের দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। দীর্ঘদিন ধরেই টেস্ট দলে ব্রাত্য শ্রেয়স। জায়গা হয়নি এশিয়া কাপের দলেও। তবে, অস্ট্রেলিয়া সফরের দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যানকে। এছাড়া, বাকি দলে আর তেমন কোনও চমক নেই। দলে জায়গা হয়নি পেসার মহম্মদ শামির। বাংলার এই জোরে বোলারকে সম্ভবত আর জাতীয় দলের জন্য ভাবছেন না নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে।
তবে, সবকিছুকে ছাপিয়ে গেছে রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার বিষয়টি। আর এরপরেই প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়ার পরেও কেন এই দুই তারকাকে বিদেশের মাটিতেই ‘বিদায়’ নেওয়ার জন্য কার্যত বাধ্য করা হবে ?
ঘরের মাঠেও তো দুই তারকাকে সম্মানের সঙ্গে বিদায় জানানো যেত ?
ভারতীয় দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং
যশস্বী জয়সওয়াল।