মাঠে অ্যাম্বুলেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভমনকে

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার দ্বিতীয় দিনে ভারতের অধিনায়ক শুভমন গিল যখন ব্যাট করছিলেন তখন তিনি হাড়ের ব্যথায় কাবু হয়ে পড়েন।

মাঠে ছুটে আসেন চিকিৎসকরা কিন্তু প্রাথমিক চিকিৎসা করার পরেও তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তারপরেই মাঠে অ্যাম্বুলেন্স ডাকা হয়। পরে স্টেচারে করে শুভমনকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সেখান থেকেই সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুভমন গিল পরবর্তী সময় ব্যাট করতেও পারেননি। এমনকি দ্বিতীয় ইনিংসে দলের দায়িত্ব নেওয়াও সম্ভব হয়নি।


শুভমন গিলের নেক প্লাজম ধরা পড়েছে। চিকিৎসকরা ঘাড়ের পরীক্ষা নিরীক্ষা করেছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম ব্যাপারটি পর্যবেক্ষণে রেখেছে। খুব সম্ভবত বৃহস্পতিবার রাতে শুভমনের ঘুম গভীরভাবে হয়নি বলেই এই অসুবিধা দেখা দিয়েছে।

ইনিংসের ৩৫ তম ওভারে ওয়াশিংটন আউট হতেই চার নম্বরে ব্যাট করতে নামেন শুভমন। কিন্তু, এদিন তিন বলের বেশি ক্রিজে থাকতে পারেননি। তৃতীয় বলটি খেলার সময় চোট লাগে তাঁর। সিমন হারমারকে চার মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান ধরেছে শুভমনের। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় ব্যাট করতে নামানো হয় ঋষভ পন্থকে।

মূলত, সাজঘর এবং মাঠের তাপমাত্রার পার্থক্যের কারণে তাঁর এই সমস্যা হয়েছে বলে মনে করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই সমস্যা হচ্ছিল ভারত অধিনায়কের। খেলা শুরুর আগে গা ঘামানোর সময়ও তাঁর মধ্যে অস্বস্তি দেখা গিয়েছিল।

পরবর্তীকালে, বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, শুভমন গিলের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। আপাতত, মেডিকেল টিমের পক্ষ থেকে তাঁকে কলার পরানো হয়েছে। শুভমনকে নিয়ে এখনই কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই অধিনায়ক শুভমন গিল চোট পাওয়াতে ভারতীয় শিবিরে দেখা দিয়েছে আশঙ্কার কালো মেঘ।