ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমন গিলের ইচ্ছা ছিল ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজটা অমীমাংসিত রেখে দেশে ফিরবেন। কিন্তু ইচ্ছাপূরণ হলো না। সিরিজটা হাত ছাড়া হয়েই গেল। পঞ্চম টেস্টের আগেই ইংল্যান্ড সিরিজটা নিজেদের দখলে রেখে দিয়েছিল ২-১ ব্যবধানে ভারতের বিপক্ষে জিতে। তাই পঞ্চম টেস্ট ম্যাচটা জেতার লক্ষ্যে শুভমন গিল ব্রিগেড এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পিছিয়ে পড়তে হল। আসলে রবিবার ইংল্যান্ড দলের দাপট দেখতে পাওয়া গিয়েছে। ভারত থেকে ৩৭৩ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দল শনিবার শেষবেলায় খেলা শুরু করেছিল। দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৫০ রান করে। ওপেনার জ্যাক ওলি মাত্র ১৪ রান করে প্যাভেলিয়নে ফেরত গিয়েছিলেন। মহম্মদ সিরাদ উইকেটটি তুলে নিয়ে চাপে রেখে দিয়েছিলেন ইংল্যান্ডে দলকে। কিন্তু রবিবার খেলা শুরু থেকে আক্রমণাত্মক খেলা খেলে উল্টে ভারতকেই চাপের মধ্যে রেখে দেয়। বেন ডাকেট ৩৪ রানে ব্যাট করতে নামেন। সঙ্গে অধিনায়ক ওলি পোপ। বেশ স্বছন্দে খেলতে থাকেন ডাকেট। ধীরে ধীরে স্কোর বোর্ডে রান উঠতে থাকে। ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটি পড়ে ৮২ রানের মাথায়। ডাকেট ৫৪ রানে প্রসিদ্ধ কৃষ্ণের বলে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তখনও আশা থেকে সরে থাকেনি ভারতীয় শিবির। তৃতীয় উইকেটে জু ওলি পোপের সঙ্গে খেলতে আসেন জো রুট।
ইংল্যান্ডের স্কোরবোর্ডে তখন ১০৬ রান। আউট হন ওলি পোপ ২৭ রানে। মহম্মদ সিরাজের বলে এলবিডবলিউ হন পোপ। আবার আশায় কুক বাঁও ভারতীয় শিবির। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন জোরুট ও হ্যারি ব্রুক। দু’জনেই শক্ত হাতে ব্যাট করতে থাকেন। একের পর এক রান করে ইংল্যান্ডের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করতে থাকেন। ভারতের বোলাররা এই দুই ব্যাটসম্যানকে কোনওভাবেই কাহিল করতে পারেননি। হ্যারি ব্রুক দুরন্ত ভূমিকা পালন করে শতরানের লক্ষ্যে পৌঁছে যান। তিনি অনেকটা একদিনের ক্রিকেটের মতন খেললেন। হ্যারি ব্রুক শেষ পর্যন্ত ১১১ রানে আউট হয়ে যান। আকাশদীপের বলে ব্রুক ক্যাচ তুলে দেন মহম্মদ সিরাজের হাতে। হ্যারি ব্রুক ৯৮টি বলে ১১১ রান করেন। তার মধ্যে তিনি ১৪টি বাউন্ডারি ও দুটি ছক্কা মারেন।
জয়ের পথে ইংল্যান্ডকে নিয়ে যান হ্যারি ব্রুক ও জো রুট। এই জুটি ১৯৫ রান উপহার দেন স্কোরবোর্ডে। হ্যারি ব্রুক আউট হয়ে গেলেও, জো রুট যেভাবে স্বছন্দে খেলছিলেন, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল শতরান করার কৃতিত্বে তাঁর ব্যাট ঝলসে উঠবে। পঞ্চম উইকেটে জো রুটের সঙ্গী জে বেথেল। জো রুটকে শতরান করতে বেথেল উইকেটে দাঁড়িয়ে ছিলেন। হ্যারি ব্রুক এদিন শতরান করতে পারতেন না যদি প্রসিদ্ধ কৃষ্ণের বলে ক্যাচ ধরেও সিরাজ বাউন্ডারির বাইরে চলে যান। ব্রুক তখন ১৯ রানে ব্যাট করছিলেন। প্রসিদ্ধের কাছে ক্ষমা চাইলে আসল কাজটা সেরে ফেলেন হ্যারি ব্রুক। চা পানের বিরতিতে ইংল্যান্ড ৪ উইকেটে ৩১৭ রান করে। তখন জো রুট ৯৮ রানে ব্যাট করছিল। সঙ্গে জ্যাকব বেথেল ১ রানে উইকেটে দাঁড়িয়ে ছিলেন। ইংল্যান্ডের ৫৭ রান প্রয়োজন ছিল ভারতকে পরাস্ত করতে।
বৃষ্টি হওয়াতে চা পানের বিরতির পর একটু দেরিতে খেলা শুরু হয়। জো রুট শতরান করেন ১৩৭টি বল খেলে। তিনি ১২টি বাউন্ডারি মারেন। হ্যারি ব্রুকের পরে জো রুটের শতরানে ইংল্যান্ড জয়ের পথে এগিয়ে যায়।