ছিটকে গেলেন শাকিব-অল-হাসান

শাকিব-অল-হাসান (Photo: Surjeet Yadav/IANS)

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে চোট লাগার পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে শর্ট ফরম্যাটের সিরিজে খেলতে পারেননি। তবে চোট সারিয়ে প্রথম টেস্টে কামব্যাক করলেও, শাকিব কতটা ফিট সেটা প্রথম টেস্ট শুরু হওয়ার আগে তার ফিটনেস পরীক্ষা করে দেখার পরই দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু তিনি পুরোপুরি চোট থেকে মুক্ত না হওয়ায় তাকে দলের বাইরে চলে যেতে হল। আসন্ন পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে তামিম ইকবালের পর শাবিকের মতন অভিজ্ঞ অলরাউন্ডারকেও পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশের প্রধান নির্বাচন বলেন, শাকিব চোট থেকে এখন পুরোপুরি মুক্ত নয়। আরও কয়েকদিন লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। আমাদের দলের চিকিৎসক শাকিবকে সবসময় পর্যবেক্ষণে রেখেছে।


তবে পাকিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলেও, আসন্ন টেস্ট সিরিজে কামব্যাক করার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মুখিয়ে রয়েছেন সেটা দলের পক্ষ থেকে জানানো হয়েছে।