মোহনবাগান দিবসে বেশ কিছু চমক

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবরূপে ক্লাব, মাঠ ও ড্রেসিং রুমের উদ্বোধন করতে পারেন।

শনিবার সাংবাদিক বৈঠকে সচিব দেবাশিস দত্ত এমনই ধারণা দিয়ে বলেছেন, আরও চমক থাকতে পারে ওই দিনে।

এমনকি তিনি বলেছেন সমর্থকদের আবেগের কথা চিন্তা করে এটিকে শব্দটি মোহনবাগান ক্লাবের সামনে থেকে সরেও যেতে পারে।


দীর্ঘদিন ধরেই সমর্থকদের আন্দোলনকে মর্যাদা দেওয়ার কথা ভাবা হয়েছে এবং বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও আলোচনা হয়েছে।

সেখানেও অনুরোধ করা হয়েছে এটিকে মোহনবাগানের নামের জায়গায় এতিহ্যশালী মোহনবাগান নামটি চিহ্নিত করা হবে।

এদিকে কলকাতা ফুটবল লিগে নেওয়ার ব্যাপারে সচিব অংশ দেবাশিস দত্ত স্পষ্ট করে বলতে পারেননি তাঁর খেলবেনই।

ইতিমধ্যেই আইএফএ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। ডুরান্ড কাপে মোহনবাগান খেলবে।

পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি কাপের খেলা রয়েছে। মনে রাখতে হবে এএফসি কাপ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

চলতি মাসে শেষের দিকে সব ফুটবলাররা কলকাতায় চলে আসবেন। আশা করছি মোহনবাগান মাঠেই অনুশীলন করবেন তাঁরা। মাঠ এরই মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে।