ধোনির কি পরিকল্পনা সেটা নিয়ে আলোচনা করা উচিত নির্বাচকদের : গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর (File Photo: IANS)

ক্রিকেট ছেড়ে দিয়ে এখন বিজেপিতে যােগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর । যতই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকুন না কেন, তিনি যেখান থেকে এই পরিচিতি পেয়েছেন সেটা হল ক্রিকেট। তাই এই ব্যাপারটা নিয়ে যখন কোনও কথাবার্তা ওঠে তখন তিনি কথা না বলে থাকতে পারেন না। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের উন্নতি কি করে হবে সেটা নিয়েও কথাবার্তা বলেন।

ধােনির সঙ্গে এবার নির্বাচকদের কথা বলা উচিত এমনটাই জানালেন গৌতম গম্ভীর । তিনি বলেন, ‘আমি তাে মনে করি এবার সময় এসে গিয়েছে ধােনির সঙ্গে নির্বাচকদের কথা বলার। কারণ ধােনি ভবিষ্যতের জন্য কি ভাবছে সেটা নিয়ে আলােচনা করা উচিত। এখন থেকেই কথাবার্তা বলতে হবে। আর ধােনি অবসর নেবে কি নেবে না সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমরা কেউ কোনও কথা বলতে পারি না আর পারব না। তবে ধােনির ভবিষ্যত পরিকল্পনা কি সেটা তাে আমাদের জানতে হবে, না হলে আমরা সামনের দিকে সেভাবে এগাতে পারব না।’

এদিকে তরুণ দিল্লির ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিয়ে নানান আলােচনা ও সমালােচনা চলছে। সে ব্যাপারে বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতি জানান, ‘দেখুন একটা খেলােয়াড়ের জীবনে ওঠা-পড়া সবসময় লেগে থাকে, তাই বলে আমরা তাঁকে নিয়ে বার বার সমালােচনা করব সেটা কখনােই নয়। একটা তরুণ খেলােয়াড় উঠে আসছে সে যদি একটা বা দুটো ম্যাচে ব্যর্থ হয় তা হলে আমরা তাঁকে নিয়ে কখনােই সমালােচনা করতে পারি না। সে এখন সবে উপরের দিকে উঠছে সেখানে যদি ব্যর্থ হয় তা হলে তাঁর পাশে দাঁড়ানাে উচিত, তাঁকে মানসিক দিক দিয়ে চাঙ্গা করার জন্য। তাঁর সমালােচনা করে তাঁকে আর দুর্বল কখনােই করে দেওয়া উচিত নয়। আমার তাে মনে হয় এখনও টিম ম্যানেজমেন্টের সুযােগ দেওয়া উচিত ঋষভ পন্থের। তাহলে ও আত্মবিশ্বাসী হয়ে কাজের কাজটা করে দেখাবে।’