মেসিকে নিয়ে আশাবাদী কোচ স্কালোনি

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২০২৬ বিশ্বকাপে কি আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে? সেই নিয়ে চূড়ান্ত জল্পনার মাঝেই এবার ইঙ্গিতবাহী মন্তব্য করলেন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, মেসির যে কোনও সিদ্ধান্তকেই তাঁরা সবসময় সম্মান জানান। একইসঙ্গে, তিনি আরও বলেন, মেসিকে হয়তো ২০২৬ বিশ্বকাপে খেলতে দেখা যাবে।

তাঁর মতে, দলের অন্যতম সেরা খেলোয়াড় থাকলে সব কোচেরই চিন্তা অনেকটাই কমে যায়। কয়েকদিন আগে এই একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন মেসি নিজেও। জানিয়েছিলেন, তিনি কোনওদিনই ভাবেননি দেশের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলতে পারবেন।

তবে, এখনও খেলাটাকে উপভোগ করায় তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু, সবটাই যে নির্ভর করছে তাঁর শরীরের উপর তা জানাতেও ভোলেননি মেসি। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন আগামী দিনে শরীর কেমন থাকে, তার ওপরেই নির্ভর করবে তাঁর বিশ্বকাপে খেলার সম্ভবনা।