৬৭তম অশোক রুইয়া স্মৃতি জাতীয় ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সায়ন্তন কুশারি ও সাগ্নিক রায়। এই জুটি ৪৫.৮৯ পয়েন্ট তুলে নিয়ে সেরা খেতাব তুলে নেয়। জয়রূপ মল্লিক ও প্রণব রায় জুটি ২৮.৮৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আসেন।
এবারের এই প্রতিযোগিতাকে ঘিরে দারুন উৎসাহ দেখা গেল বিশ্ব বাংলার অডিটোরিয়ামে। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান সঞ্জীব দত্ত ও গোপীনাথ মান্না জুটি। চতুর্থ স্থানে জায়গা করে নেন ভাস্কর সরকার ও সুকান্ত দাস। আর পঞ্চম স্থান পেয়েছেন কে আর ভেঙ্কটরমন ও আশিস তোষ জুটি।
দলগত প্রতিযোগিতায় সেরা হয়েছেন শিবনাথ দে সরকার, পার্থ সারথি মুখার্জি, জেকব পাত্রেওহা ও অনিরুদ্ধ ভট্টাচার্য। দ্বিতীয় স্থান পান দেবাশিস রায়, রানা রায়, ভবেশ সাহা, পিনাকি প্রসাদ খান ও সত্যব্রত মুখার্জি।
সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিশ্বরূপ দে।