সেই অর্থে চলতি মরশুমে ভারতের সাত্ত্বিকসাইরাজ রেড্ডি ও চিরাগ শেঠির জুটি বেশ ভালো ফর্মে রয়েছেন। যে কোনও প্রতিযোগিতায় নামলে এই জুটির সাফল্য কমবেশি দেখতেই পাওয়া যাচ্ছে। আর এবারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পরে ভারতের এই জুটি হংকং ওপেনেও পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। তাঁরা ওই প্রতিযোগিতায় ফাইনালে হেরে গিয়ে রানার্স-আপ হন। আর এখন চলছে মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই প্রতিযোগিতাতেও তাঁদের জয় এখনও পর্যন্ত ধরে রেখেছেন। পুরুষদের ডাবলসে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
অবশ্য সাত্ত্বিক ও চিরাগের সাফল্যের দিনে ভারতের পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন হেরে গেলেন। প্রথম রাউন্ডে খেলতে নেমে ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে গিয়ে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন। গত সপ্তাহে হংকং ওপেনে রানার্স-আপ হওয়ার পরে সাত্ত্বিক ও চিরাগ জুটি বেশ আত্মবিশ্বাসে খেলতে নেমেছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের এই জুটির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন মালয়েশিয়ার জুনাইদি আরিফ এবং রয় কিং ইয়াপ। প্রথম গেমে বেশ চাপে পড়ে গিয়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ জুটি। অবশ্য শেষ পর্যন্ত মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয় ভারতীয় জুটি ২৪-২২ পয়েন্টে। দ্বিতীয় গেমে ভারতীয় জুটি আরও বেশি নিজেদের উপর আস্থা রেখে মালয়েশিয়ার জুটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সাত্ত্বিক ও চিরাগ ২১-১৩ পয়েন্টে দ্বিতীয় ম্যাচ ছিনিয়ে নেন মালয়েশিয়ার জুনাইদি ও ইয়াপের বিরুদ্ধে। ভারতের জুটি নিজেদের আয়ত্তে ম্যাচটি তুলে নিতে ৪২ মিনিট সময় নেয়।
অন্যদিকে, হংকং ওপেনের ফাইনালিস্ট লক্ষ্য সেন প্রথম ম্যাচেই হেরে গেছেন ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে। লক্ষ্য হারলেন ১১-২১ ও ১০-২১ পয়েন্টের ব্যবধানে। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালিস্ট লক্ষ্য তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ম্যাচটি শেষ হয়ে যায়। আলমোড়ার এই প্রবাসী বাঙালির হারের ফলে পুরুষদের সিঙ্গলসে ভারতের চ্যালেঞ্জ আর থাকল না। কারণ এর আগেই আয়ুশ শেঠি প্রথম রাউন্ডে থেকে বিদায় নিয়েছিলেন।
এদিকে, চায়না ওপেনের মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো ১৯-২১ ও ১৩-২১ পয়েন্টের ব্যবধানে হেরেছেন দ্বিতীয় বাছাই চিনের ফেং ইয়ান ঝে এবং হুয়াং ডং পিংয়ের কাছে। মহিলা সিঙ্গলসে পিভি সিন্ধুকে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হবে থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই পর্নপাউই চোচুওংয়ের বিরুদ্ধে।