শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজর কাড়লেন সম্রাট রানা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় শুটিংয়ে নজির গড়লেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা। কায়রোয় আয়োজিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন তিনি। এরফলে, ১০ মিটার এয়ার পিস্তলে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন সম্রাট রানা। এই ইভেন্টে ব্যক্তিগত সোনা জয়ের পাশাপাশি দলগত ইভেন্টেও সোনা জিতেছে ভারত। ফাইনালে চীনের প্রতিপক্ষ হু কাইয়ের চেয়ে মাত্র ০.৪ পয়েন্ট এগিয়ে থেকে নিজের স্বর্ণপদক নিশ্চিন্ত করেন সম্রাট। তাঁর পয়েন্ট ছিল ২৪৩.৭।

অন্যদিকে, চীনের হু কাইয়ের পয়েন্ট হয় ২৪৩.৩। তৃতীয় স্থানে থাকা ভারতেরই আর এক শ্যুটার বরুণ তোমারের পয়েন্ট হয় ২২১.৭। ফলে, প্রথমবারের মতো একই ইভেন্টে একসঙ্গে দু’জন ভারতীয় শ্যুটার বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রথম তিনে জায়গা পেলেন। পদক জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত সম্রাট। জানান, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না।

একইসঙ্গে তিনি জানান, কায়রো তাঁর কাছে সবসময়ই পছন্দের জায়গা। এর আগে ২০২২ সালের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপেও এখানে তিনি দুটো পদক পেয়েছিলেন। পাশাপাশি, সোনা জেতার বিষয়ে বলতে গিয়ে সম্রাট জানান, শেষদিকের শটগুলোয় তিনি শুধু নিজের টেকনিকে মনোযোগ রাখার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বলা যায়, এই জয় ভারতীয় এই শ্যুটারের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ চলতি বছরের শুরুতে শুটিং বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। তবু, মনোবল হারাননি সম্রাট। বলেন, তিনি নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করেছেন, আর নিজের টেকনিকের ওপর বিশ্বাস রেখেছেন। তাতেই কাঙ্খিত সাফল্য এসেছে বলে মত সম্রাটের।


এদিকে, ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলগত ইভেন্টেও সাফল্য পেয়েছে ভারত। সম্রাট রানা, বরুণ তোমারএবং শ্রবণ কুমারের জুটি ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছে। এক্ষেত্রে, দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি, আর তৃতীয় স্থানে শেষ করেছে জার্মানি।

এদিকে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ভারতের পয়লা নম্বর শুটার মনু ভাকের একটিও পদক পেলেন না। অর্থাৎ হতাশ করলেন তিনি। ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে তিনি জোড়া পদক পেয়েছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলে ফাইনালে উঠেও পদক নেই তাঁর। একটা সময় মনে হয়েছিল শীর্ষে থেকে তিনি সোনার পদক জিতবেন। তাঁর স্থান হল সপ্তমে।