পহেলগাম কাণ্ডের জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার গভীর রাতে পালটা আক্রমণ করে ভারতীয় সেনা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার এই সিদ্ধান্তে খুশি দেশবাসী।
সেনাবাহিনীর এই সাফল্যকে ক্রীড়াজগৎ কুর্নিশ জানিয়েছে। ক্রিকেট তারকা শচীন তেণ্ডুলকর, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে আকাশ চোপড়ারাও উচ্ছ্বাসে চিৎকার করে বলেছেন ‘জয় হিন্দ’! শচীন বলেছেন, ‘একতাই আমাদের হাতিয়ার। আমাদের শক্তি সীমাহীন। দেশের মানুষই ভারতের রক্ষাকর্তা। এই দুনিয়ায় সন্ত্রাসবাদের কোনও ঠাঁই নেই।’ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ‘অপারেশন সিঁদুরে’র ছবি দিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’।
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ বলেছেন, ‘ধর্ম রক্ষতি রক্ষত, ভারতীয় সেনার জয়’। যার অর্থ, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাঁকে রক্ষা করে। একই সঙ্গে সুরেশ রায়নাও ‘অপারেশন সিঁদুরে’র জয়গানে মেতে উঠেছেন। আকাশ চোপড়া বলেছেন, ‘আমরা পাশে আছি। জয় হিন্দ’। প্রজ্ঞান ওঝার বক্তব্য, ‘জয় হিন্দ, ভারতীয় সেনার জয়’।
অবশ্য ভারতীয় সেনার আক্রমণের আগেই প্রতিবেশী পাকিস্তানকে পুরোপুরি বয়কটের পক্ষে সওয়াল করলেন গৌতম গম্ভীর। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। অবশ্য অন্য দেশের মাটিতে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত ও পাক প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। পহেলগাম কাণ্ডের পরেই প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলেছিলেন গম্ভীর। তবে গম্ভীরের মত, ভারত-পাক সম্পর্কের বিষয়টি সরকারের উপরই নির্ভর করবে।’
অপরদিকে পহেলগামে এই মর্মান্তিক ঘটনা নিয়ে বারবার কটাক্ষ করেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। আর এবার অপারেশন সিঁদুরের পর আফ্রিদির উদ্দেশ্যে নেটিজেনদের আক্রমণের ঝড়।