রোনাল্ডোর পর্তুগাল এবারে বিশ্বকাপের টিকিট পেল না

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স যে একটা সংখ্যা মাত্র তা ফের একবার প্রমান করে দিলেন পর্তুগিজ এই তারকা। তবে, রোনাল্ডোর নজিরের দিনেও আটকে গেল তাঁর দেশ পর্তুগাল।

যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করলো তারা। বুধবার ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে পর্তুগাল।

হাঙ্গেরির হয়ে ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করে যান আত্তিলা সালাই। ১-০ গোলে পিছিয়ে পড়ার পরেই শুরু হয় রোনাল্ডো ম্যাজিক। খেলার ২২ মিনিটে পর্তুগালের হয়ে সমতা ফেরান তিনি।


এই সময়, নেলসন সেমেদোর পাস থেকে দুরন্ত গোল করে যান পর্তুগিজ তারকা। এরপরেও, নিজেদের আক্রমণের চাপ বজায় রেখেছিল পর্তুগাল। কিন্তু, দ্বিতীয় গোল পেতে প্রথমার্ধের সংযুক্তি সময় পর্যন্ত অপেক্ষা করতে হল তাদের। বিরতির ঠিক আগে নুনো মেন্দেসের ক্রস থেকে অসাধারণ হেড করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই রোনাল্ডো।

এই ম্যাচে জোড়া গোলের ফলে দুরন্ত নজির গড়লেন তিনি। বর্তমানে, বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়ালো ৪১। তিনি টপকে গেলেন গুয়াতেমালার কার্লোস রুইজকে। তাঁর গোলসংখ্যা ৩৯।
এরপরে তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৩৬।

এদিনের ম্যাচে জোড়া গোলের ফলে দেশের জার্সিতে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৭। তবে, নজির গড়ার দিনে দল যা জেতায় স্বাভাবিকভাবেই হতাশ তিনি। ম্যাচের একেবারে শেষলগ্নে হাঙ্গেরির হয়ে সমতা ফেরান ডমিনিক সবোজলাই। এরপর দুই দল বেশকিছু গোলের সুযোগ তৈরী করলেও তা থেকে আর গোল আসেনি।

অন্যদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। একপেশে ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে সহজেই হারালো হ্যারি কেন’রা। এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল তারা। এছাড়াও, প্রীতি ম্যাচে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনাও।

পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারাল তারা। এই ম্যাচে মেসি গোল না পেলেও অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি।
এর ফলে আর্জেন্টিনার জার্সিতে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল ৬০। আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে তিনিই সর্বোচ্চ অ্যাসিস্টের অধিকারী।