জোড়া গোলে নজির গড়লেন রোনাল্ডো

প্রতিনিধিত্বমূলক চিত্র

বয়স যেন একটা সংখ্যামাত্র। আর সেটাই যেন নতুন করে প্রমান করার দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স যত বাড়ছে গোলের খিদেও যেন আরও বাড়ছে পর্তুগিজ তারকার। এদিনও তার অন্যথা হল না। রবিবার তাঁর জোড়া গোলেই আল আখদৌদকে হারাল আল নাসের। তবে, শুধু গোল করাই নয় এই ম্যাচে প্রায় ৬৫ বছরের পুরনো নজিরও স্পর্শ করলেন তিনি। ৩০ বছরের পর সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রে রুনি রুকের রেকর্ড ছুঁয়ে ফেললেন রোনাল্ডো।

রবিবার ম্যাচের শুরু থেকে দাপট ছিল আল নাসেরের। তাদের পরপর আক্রমণে চাপে যায় আল আখদৌদ। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার ৩১ মিনিট নাগাদ নাসেরকে গোল করে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের চাপ আরও বাড়ায় নাসের। যারফলে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করে যান রোনাল্ডো। প্রথমার্ধে ওই ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে নাসের দল।

যদিও, দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আল আখদৌদ। তাতে অবশ্য লাভ হয়নি। খেলার এই অর্ধে বেশকিছু আক্রমণ গড়ে তুললেও প্রয়োজনীয় গোল কিছুতেই পাচ্ছিলো না নাসের দলও। এরই মাঝে রোনাল্ডোর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। নাহলে এদিন হ্যাটট্রিকও করতে পারতেন তিনি। টপকে যেতে পারতেন রুনি রুককে। অবশেষে খেলার একেবারে শেষলগ্নে (৯০+৪) নাসেরের হয়ে তৃতীয় গোলটি করে যান জোয়াও ফেলিক্স।


এদিকে, এই ম্যাচে জোড়া গোলের ফলে রুনি রুকের ৩০ বছরের পর ৪০০-র বেশি গোল করার নজির ছুঁয়ে ফেললেন রোনাল্ডো। তাঁর তৃতীয় গোলটি বাতিল না হলে এই ম্যাচেই রুককে টপকে যেতে পারতেন তিনি। তবে, আগামী মঙ্গলবার ইত্তেফাকের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন রোনাল্ডো। অন্যদিকে, চলতি মরশুমে টানা ১০ ম্যাচ জিতল আল নাসের।