বিজয় হাজারেতে নামার আগে গম্ভীরকে বার্তা রোহিতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২০২৭ একদিনের বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে। এনিয়ে জল্পনা যেন শেষ হয়েও হতে চাইছে না। আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। জানালেন, এখনই অবসর নিয়ে বিশেষ কিছু ভাবতে চান না তিনি। বোর্ডের নির্দেশ মেনে আসন্ন বিজয় হাজারেতে মুম্বইয়ের হয়ে মাঠে নামতে দেখা যাবে ভারতের এই প্রাক্তন অধিনায়ককে। তার আগে রোহিতের এই বক্তব্য শুনে মনে করা হচ্ছে তিনি সম্ভবত ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকেই বার্তা দিতে চাইলেন।

এদিন গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিত বলেন, যতদিন সম্ভব তিনি খেলা চালিয়ে যেতে চান। রোহিত আরও বলেন, শুরুটা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু একবার নিজের চেনা ছন্দ পেয়ে যাওয়ার পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বলেই মনে করছেন তিনি। নিজের কেরিয়ার সমন্ধে বলতে গিয়ে, সেটাকে হেলিকপ্টারের সঙ্গেও তুলনা করতে দেখা যায় রোহিতকে। এরপরেই প্রাক্তন ভারত অধিনায়ক জানান, হেলিকপ্টারের ক্ষেত্রে অবতরণ করাটাও গুরুত্বপূর্ণ। তবে সেটা নির্ভর করছে কেউ কখন অবতরণ করতে চাইছেন। আর বর্তমানে সেটা রোহিতের কোনোভাবেই ইচ্ছা নেই বলে জানালেন তিনি।

এই প্রসঙ্গে বলা যায়, অনেকেই মনে করছেন বিরাট-রোহিতের টেস্ট দল থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনিই সম্ভবত জোর করে রোহিত ও বিরাটকে অবসর নিতে বাধ্য করেছেন।