মাইলস্টোন স্পর্শ রোহিতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতরান করার কৃতিত্ব দেখান। কিন্তু এখানে বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা ব্যর্থ হলেও একটি মাইলস্টোন স্পর্শ করলেন। রোহিত ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেও ভারতের মাটিতে আন্তার্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের গণ্ডি টপকে গিয়ে নতুন রেকর্ডের মালিক হলেন। এই দৌড়ে ভারতের রাহুল দ্রাবিড় এগিয়ে ছিলেন। সেই রাহুলকে পিছনে ফেলে দিলেন রোহিত।

খেলা শুরু হওয়ার আগে রোহিতের ব্যাটে ৮,৯৯১ রান ছিল তিনটি ফরম্যাটে। এদিনের খেলার শুরুতেই রাহুলের সঙ্গে ব্যাট করছিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বোলার নান্দ্রে বার্গারের বিরুদ্ধে তিনটি চার মেরেছিলেন। তারপরেই চতুর্থ চারটি মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। তবে রোহিতের ১৪ রানে মোট রান গিয়ে দাঁড়ায় ৯০০৫। আর দ্রাবিড়ের ছিল ৯০০৪ রান। রোহিত একথাপ এগিয়ে গেল।

অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা প্রমাণ করে দিয়েছেন, তাঁর ধারাবারিক সাফল্য। চাপের মুখে দাঁড়িয়ে কীভাবে নির্ভরযোগ্য হয়ে উঠতে হয়, তাও প্রমাণ করে দিয়েছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষ দলের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে। রোহিতের এই সাফল্যের দিনে ভারতীয় দল ব্যাট হাতে দুর্দান্ত খেলেছে। স্বাভাবিকভাবে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে রোহিত শর্মার এই ধারাবাহিকতা অন্যমাত্রা এনে দিয়েছে।