হাঁটুতে চোট পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা । এই চোটের কারণে, একানায় আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রোহিতের খেলা হয়নি। এখন কেমন আছেন হিটম্যান? এ নিয়ে বড় আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। কখন আবার এমআই জার্সিতে ব্যাট হাতে দেখা যাবে রোহিতকে? তাও বলেছেন এমআই কোচ।
শুক্রবার আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন হার্দিকরা। টসের সময় হার্দিক জানিয়ে দেন, ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে রোহিত শর্মা চোট পেয়েছিলেন। তাই ঋষভ পন্থদের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। উল্লেখ্য, ১২ রানে লখনউ সুপার জায়ান্টসের কাছে ওই ম্যাচ হারে মুম্বই।
ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে মুম্বইয়ের হেড কোচ বলেন, “নেটে অনুশীলনের সময় রোহিতের হাঁটুতে চোট লেগেছিল। ওর চোটটা অত্যন্ত হতাশাজমক। ও ব্যাটিং করার চেষ্টা করেছিল, তবে ঠিকমতো পারেনি। ম্যাচের দিনও ফিটনেস টেস্ট দিয়েছিল। তবে হাঁটুতে জোর দিতে পারছিল না। ও নিজেকে একশো শতাংশ ফিট মনে করছিল না। তাই আমাদের মনে হয় ওকে কয়েকটা দিন সময় দিতে হবে। ওকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না।”
এ বারের আইপিএলে রোহিত শর্মাকে মোটেও ফর্মে দেখা যাচ্ছে না। এখনও অবধি তিনি যে ৩টি ম্যাচ খেলেছেন, তাতে করেছেন যথাক্রমে ০, ৮, ১৩ রান। উল্লেখ্য, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলছেন রোহিত। গত বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এ বার আইপিএলে তাঁকে অফ ফর্মে দেখা যাচ্ছে বলে, অনেকেই তাঁর সমালোচনা শুরু করেছেন।