ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা একদিনের ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষ স্থানে নিজের নাম লিখিয়ে ফেললেন। তবে প্রথম দশের মধ্যে ভারতের চারজন খেলোয়াড় রয়েছেন। সেই দলে বিরাট কোহলিওকেও দেখা গিয়েছে। কয়েকদিন আগেই সবচেয়ে বেশি বয়সে একদিনের ক্রিকেটে বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্যান হিসেবে নজির গড়েন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সাফল্যে রোহিত শর্মা শীর্ষ স্থান বজায় রাখলেন। শেষ প্রকাশিত তালিকায় রোহিতের রেটিং ৭৮১। এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলিও। ৭২৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ক্রমতালিকায় জায়গা ধরে রেখেছেন ভারতের এক দিনের দলের নতুন অধিনায়ক শুভমন গিলও। ৭৪৫ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
প্রথম পাঁচে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল। ৭৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের মিচেলের রেটিং ৭৪৬। তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম ১০-এ রয়েছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও। ৭০০ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি।
ক্রমতালিকায় পিছিয়ে পড়েছেন পাকিস্তানের বাবর আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছেন। গত ছ’বছরে এই প্রথম বাবর এক দিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকলেন না। তাঁর টানা ব্যর্থতার প্রভাব পড়েছে ক্রমতালিকায়। দু’ধাপ নেমে রয়েছেন সাত নম্বরে। বাবরের রেটিং ৭০৯।
টানা ৮৩টি ইনিংসে শতরান করতে পারেননি বাবর। শেষ চারটি এক দিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪ রান। সর্বোচ্চ ২৯। ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন বাবর।
ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা। এক ধাপ এগিয়েছেন তিনি। আশালঙ্কার রেটিং ৭১০। তালিকায় অষ্টম স্থানে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। তাঁর রেটিং ৭০৮। শ্রেয়সের পর দশম স্থানে ওয়েস্ট ইন্ডিজ়ের সাই হোপ।