ছক্কা মারার রাজা রোহিত

প্রতিনিধিত্বমূলক চিত্র

একেই বলে রাজা হিটম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা ইতিহাস গড়লেন একদিনের ক্রিকেটে। ছক্কা মারার রাজা এখন রোহিত। তিনি পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ অফ্রিদির রাজত্বকে নস্যাৎ করে একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার নজির গড়লেন রোহিত শর্মা।

রাঁচিতে দক্ষিণ অফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দীর্ঘদিন বাদে খেলতে নেমে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত এই রেকর্ড গড়লেন। তিনি এখন পর্যন্ত ৩৫২ টি ছক্কা মারার কৃতিত্ব দেখালেন। হিটম্যান ২৭৭টি একদিনের ম্যাচে ২৬৯টি ইনিংসে এই গৌরব অর্জন করেন। শাহিদ আফ্রিদি ৩৯৮টি একেদিনের ম্যাচে ৩৬৯টি ইনিংসে ৩৫১টি ছক্কা মেরে টানা দশ বছর এই রেকর্ড ধরে রেখেছিলেন। রোহিত শর্মা তা এবারে ভেঙে দিলেন। শুধু তাই নয় রোহিত বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে একক দলের হয়ে ৩৫০টি ছক্কা মেরেছেন।

এখানে রবিবার প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ অফ্রিকার সঙ্গে ভারতের যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পরে দলের শক্ত ভিত গড়তে রোহিত শর্মা ও বিরাট কোহলি বড় ভূমিকা নেন। এই জুটি দ্রুত শতরান করার কৃতিত্ব দেখান। বিরাট ছক্কা মেরে অর্ধশত রান করেন। তার পরেই ৪৩ বলে ৫০ রান পূর্ণ করেন রোহিত শর্মা। রোহিতের একদিনের ক্রিকেট ইতিহাসে ৬০তম অর্ধশত রান।