বাংলার তরুণ ছেলেমেয়েদের কাছে এখন পাহাড়ে বেড়াতে যাওয়াটা এখন শখের নয়। পাহাড় জয় করার জন্যে অনেকেই এখন রক ক্লাইম্বিংয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। এমনকি রাজ্য সরকার পর্বতারোহীদের সহযোগিতা করেতে এগিয়ে এসেছে। তাঁদের আর্থিক অনুদান দিয়ে পর্বতারোহীদের এই অভিযানকে সফল করবার জন্য চেষ্টা করে থাকে সরকার।
বেঙ্গল রক ক্লাইম্বিং সংস্থার ৬০ বছরকে কেন্দ্র করে বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়ার শুশুনিয়াতে। আগামী ৬ নভেম্বর থেকে তিন দিনের এই শিবিরে বিশেষভাবে পর্বত প্রশিক্ষণের ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। স্থানীয় অঞ্চলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৫০ জন অগ্রহী তাদের নাম নথিভুক্ত করেছে।
সোমবার রোটারি সদনে সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে পর্বত অরোহনের উপযোগিতা ও সাবধানতা নিয়ে অভিমত প্রকাশ করেন মানিক ব্যানার্জি, দেবদাস নন্দী, দেবরাজ দত্ত ও রমেন্দু হোমচৌধুরী। ওই শিবিরে কমপক্ষে ৬০ জন বরিষ্ঠ পর্বতারোহীকে সম্বর্ধনা জানানো হবে।