এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুরন্ত শুরু করল ইস্টবেঙ্গল মহিলা দল। সোমবার গ্রুপ- ‘বি’ এর প্রথম ম্যাচে ইরানের শক্তিশালী বাম খাতুন এফসিকে ৩-১ গোলে হারালো তারা। এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। তাদের পরপর আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করা এই দলটি। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল মহিলা দল। তাদের হয়ে প্রথম গোলটি করে যান সিল্কি দেবী। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের চাপ এতটুকু কমাননি জ্যোতি চৌহান ও সৌম্যা গুগুলোথ’রা। সেই আক্রমণ থেকে খেলার ১৪ মিনিটে সৌম্যার শট সাইড নেটে লাগে। খেলার ৩৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট। যদিও, প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+৯) বাম খাতুনের হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন মোনা হামুদির।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও সংঘবদ্ধ ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল মহিলা দল। শুরুর দু’মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলের একটি শট গোললাইন সেভ করেন বাম খাতুনের রক্ষণভাগের এক খেলোয়াড়। যার ফলে, বাম খাতুন আর কোনও সুবিধা তুলতে পারেনি। উল্টে, খেলার ৮৭ মিনিট নাগাদ লাল হলুদের হয়ে ব্যবধান ৩-১ করে যান রেস্টি নানজিরি। দূরপাল্লার শটে দর্শনীয় গোল করে যান তিনি। শেষপর্যন্ত, ওই ৩-১ গোলে জিতেই মাঠ ছাড়ে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। গ্রুপের পরের ম্যাচে আগামী ২০ নভেম্বর চিনের দল উহানের জিয়াঙ্গদা ডাবলুএফসির বিরুদ্ধে মাঠে
নামবে তারা।