কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে নারীদিবসকে সামনে রেখে ২৪ জন মহিলা ক্রীড়া সাংবাদিককে সংবর্ধিত করা হল। ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শান্তি মল্লিক ও অ্যাথলিট সোমা বিশ্বাস। এই দুই ক্রীড়াবিদ বলেন, ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করার জন্য এমন অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সারাদিন বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে তাঁরা সংবাদ গ্রহণ করেন এবং সোশ্যাল মিডিয়া ও খবরের কাগজে সেই সংবাদ পরিবেশন করে সবার কাছে পৌঁছে দেন। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এই প্রথম এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি সুভেন রাহা বলেন, সাংবাদিক হিসেবে কাউকেই আলাদা চোখে দেখা ঠিক নয়। তবে, মহিলা সাংবাদিকরা যেভাবে সংবাদ সংগ্রহ করে সবার কাছে পৌঁছে দেন, এটা অবশ্যই কুর্নিশ করার মতো।