কিলিয়ান এমবাপেকে মাঠের বাইরে রেখে কয়েকটা ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদকে। বছরের শুরুতেই চোটের লাল চোখ দেখতে হচ্ছে ফরাসি তারকা ফুটবলারকে। বাঁ পায়ের চোটের জন্য স্পেনের সুপার কাপের সেমিফাইনালে খেলা কঠিন হয়ে পড়ল এমবাপের।
বছরের শেষ দিন অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। ক্লাবের পক্ষ থেকে পরবর্তীকালে জানানো হয়, তারকা ফুটবলারের বাঁ হাঁটুতে ভাল চোট রয়েছে।
গত ম্যাচে চোট লুকিয়ে খেলছিলেন এমবাপে। পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় এমবাপের হাঁটুতে চোট রয়েছে।
তবে এই চোটের জন্য কতদিন মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে, সেই ব্যাপারে কিছু জানান নি রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা। বিশেষসুত্রে জানা গেছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়ালের এই.তারকা ফুটবলারকে। আগামী ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদ বছরের প্রথম ম্যাচ খেলবে বেতাসের সঙ্গে। এরপরেই সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা রিয়ালের।
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধেও হয়তো অনিশ্চিত এমবাপে। ১৮টি গোল করে ভাল ছন্দে রয়েছেন এমবাপে। সেই এমবাপে চোটের জন্য বছরের গোড়ার দিকের কয়েকটি ম্যাচে নামতে পারবেন না। বছরের শুরুতেই খারাপ খবর রিয়াল মাদ্রিদের।