লা-লিগায় নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ওসাসুনাকে ১-০ গোলে হারাল তাঁরা। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। তবে, গুরুত্বপূর্ণ তিনপয়েন্ট পেলেও রিয়ালের খেলা কিন্তু একেবারেই দর্শকদের নজর কাড়লো না। এদিন কিলিয়ান ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড-ভিনিসিয়াস জুনিয়রদের খেলায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ফলে, এবারের লা -লিগায় ভালো ফলাফল করতে গেলে দল নিয়ে আলাদাভাবে খাটতেই হবে নতুন কোচ জাবি আলোনসোকে তা বলাই বাহুল্য।
এই ম্যাচের শুরু থেকে যথেষ্ট ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে দুই দলের খেলোয়াড়রা। এই অর্ধে রিয়ালের আক্রমণের প্রধান ভরসা ছিল লং বল। কিন্তু, তা থেকে বিশেষ সুবিধা করতে পারে তাঁরা। আসলে, এইসময় বিপক্ষ দলের গোলরক্ষক এরেরা কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। দলের হয়ে বেশ কয়েকবার নিশ্চিন্ত পতন রোধ করেন তিনি। পাশাপাশি, গোলের বেশকিছু সহজ সুযোগও নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র-এমবাপেরা। ফলস্বরূপ, প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশুন্য অবস্থায়। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও ম্যাচে ফেলে রিয়াল। গোল করার লক্ষ্যে বারবার আক্রমণে উঠতে থাকে তাঁরা। সেইসময় ম্যাচের ৫১ মিনিটে বল নিয়ে ওসাসুনার বক্সে ঢুকে এমবাপে কাট করতে গেলে তাঁকে ফাউল করে বসেন ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুস। সঙ্গে সঙ্গেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি এমবাপে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে পুরোপুরি নিয়ে নেয় জাবি আলোনসোর ছেলেরা।
এই ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বেশ নজর কাড়েন ১৮ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। শেষদিকে, তাঁর একটি শট দুরন্ত দক্ষতার সঙ্গে আটকে দেন ওসাসুনা গোলরক্ষক এরেরা। ম্যাচের শেষ মুহূর্তে বেশকিছু সুযোগ পেয়েছিল ওসাসুনাও। তবে, তা থেকে গোল পরিশোধ করতে ব্যর্থ হয় তাঁরা। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) মিনিটে দ্বিতীয়বারের জন্য হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার আবেল ব্রেতোনেস। শেষপর্যন্ত, ওই ১-০ ব্যবধানে ম্যাচ জিতে লা-লিগায় নিজেদের অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ।