ভারতীয় দল নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক রাহানে

প্রতিনিধিত্বমূলক চিত্র

অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার বিতর্ক তৈরী হয়েছে। রোহিতের বদলে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করাই হোক কিংবা হর্ষিত রানার তিন ফরম্যাটের ভারতীয় সুযোগ পাওয়া, নির্বাচকদের একাধিক হটকারী সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে।

রাহানের মতে, বিসিসিআইয়ের নির্বাচক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ বদলে ফেলা উচিত। তিনি মনে করে, সদ্য অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের এই কাজে নিযুক্ত করা যেতে পারে। বিশেষ করে, ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে যারা পাঁচ-ছয় বা সাত-আট বছর আগে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাঁদের যুক্ত করা উচিত। রাহানের মতে, এর ফলে ক্রিকেটের বর্তমান বদলশীল পরিবেশের সঙ্গে নির্বাচকেরাও দ্রুত মানিয়ে নিতে পারবেন। আসলে, তাঁরা বর্তমান ক্রিকেটের চাহিদা সম্পর্কে যথেষ্ট অবগত থাকবেন।

এই তারকা ক্রিকেটার জানান, ক্রিকেটারদের উচিত নির্বাচকদের কোনওরকম ভয় না পাওয়া। আসলে, রাহানে চাইছেন, নির্বাচকদের উচিত খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, যাতে তাঁরা ভয়ডরহীনভাবে মাঠে নেমে ক্রিকেট খেলাটা উপভোগ করতে পারেন। রাহানে আরও বলেন, ২০-৩০ বছর আগে যেভাবে খেলা হত, তার উপর ভিত্তি করে ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়া হোক, এটা কখনওই হওয়া উচিত নয়। এই ডানহাতি ব্যাটসম্যান জানান, এখন টি-টোয়ন্টি এবং আইপিএলের মতো আধুনিক ক্রিকেটের যুগ। আধুনিক ক্রিকেটারদের খেলার ধরন সবার আগে বুঝতে হবে নির্বাচকদের।